বুয়েটে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ সেক্টর শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিল্প খাতের সার্বিক বিকাশসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এই সেক্টরের ওপর নির্ভরশীল। দেশের বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান বিশেষত ক্ষুদ্র ও মাঝারি হাল্কা প্রকৌশল শিল্প, কলকারখানায় আধুনিক ও লাগসই প্রযুক্তি আত্মস্থকরণ, উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন এবং পণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) এর ‘প্রকৌশল শিল্পে উৎপাদনশীলতা উন্নয়ন’- গবেষণা প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তিন দিনব্যাপী (১৪-১৬ সেপ্টেম্বর) রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আপগ্রেডেশন অব মেশিনারি ইন লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ সেক্টর (এলইএস) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় প্রকৌশল শিল্পের সাথে জড়িত পেশাজীবী, উদ্যোক্তা, শিল্পমালিক, প্রযুক্তিবিদ ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-বিটাক, বিসিএসআইআর ও এসএমই’র গবেষকরা ওই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন। এতে বুয়েট ভিসি অধ্যাপক ড, সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা