দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ
কুয়াশায় পারাপার সচল রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সব ফেরিতে রাডার স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সাথে কমিটি এই ফেরি চলাচলের নৌপথে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করারও সুপারিশ করেছে।
আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান ও মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন।
বৈঠকে জানানো হয়, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থাকতে হয়। এই পরিস্থিতি থেকে উত্তোরণে লক্ষে রাডার স্থাপন ও সোলার প্যানেলের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, সারাদেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় প্রাথমিকভাবে ৫৩টি নদীর খনন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪টি নদী খনন কাজের মধ্যে চারটি নদী খনন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ২০টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সারাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ খনন করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকে নৌপথ ড্রেজিংয়ের আগে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করার সুপারিশ করা হয়েছে।
