চট্টগ্রামের বিএনপির ১১ নেতাকর্মীর জামিনে মুক্তি
চট্টগ্রামের বিএনপির ১১ নেতাকর্মীর জামিনে মুক্তি
উচ্চ আদালতের দেয়া জামিনে খুলশী থানার মামলায় চট্টগ্রামের কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালসহ ১১ জন নেতাকর্মী। গত রোববার হাইকোর্ট থেকে দেয়া জামিনসংক্রান্ত কাগজপত্র পৌঁছলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৮ এপ্রিল হাইকোর্ট তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন নিয়ে মুক্তি পাওয়া অন্য নেতাকর্মীরা হলেন নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, যুবদল নেতা মো: শাহজাহান, ছাত্রদল নেতা হাবিব উল্লাহ নিশাত, মো: হোসেন, মো: সালাউদ্দীন, মো: মনা, মো: জাহিদ, মো: রেজাউল, মো: শাকিল ও মো: পিচ্চি।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সোহরাব হোসেন পলাশ।
