ads

কেসিসি নির্বাচন

২৩৭ কাউন্সিলরের ২০৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাদ পড়লেন ২৮ জন
খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দুই দিনব্যাপী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার বিকেলে সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। কাউন্সিলর পদে ২৩৭ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৮ জন ছিলেন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী। যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া ছয়জন কাউন্সিলর প্রার্থী আজ রিটার্নিং অফিসার বরাবর আবেদন করবেন বলে জানা গেছে। এদিকে রোববার মনোনয়পত্র বাছাইয়ের প্রথম দিন মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং সিপিবির মিজানুর রহমান বাবু।

ads

 

সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন,
প্রকাশক : শামসুল হুদা, এফসিএ
১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

Copyright 2015. All rights reserved.