ads

সোনার জুতা পরে বিয়ে

নয়া দিগন্ত ডেস্ক

জাঁকজমক করে বিয়ে করতে চান তো অনেকেই। আর সেই জাঁকজমকের খবর শুনে চোখ বড় করা ছাড়া সাধারণ মানুষের আর কিছুই করার থাকে না। তবে এই সব বিয়ের আড়ম্বরকে ম্লান করে দিতে পারেন পাকিস্তানের লাহোর নগরীর ব্যবসায়ী সালমান শাহিদ। সম্প্রতি তার বিয়ের বউভাতের (ওয়ালিমা) ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, সোনায় মোড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছেন সালমান। সাথে সোনা এবং রতœখচিত টাই। আরো আছে, তার ৩২০ গ্রাম সোনার জুতা। সব মিলিয়ে তার পুরো পোশাকের দাম পড়েছে ২৫ লাখ পাকিস্তানি টাকা।
বিয়ের অনুষ্ঠানে এই বহুমূল্য পোশাক পরা নিয়ে তার নিজস্ব দর্শনও রয়েছে। কিছুটা ‘জীবন-মৃত্যু পায়ের ভৃত্য’ কাজ করেছে তার মনে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি চিরকালই চেয়েছি সোনার বুট পরতে। সবাই তো গলায় বা মাথায় সোনা তুলে রাখে। মানুষকে আমি দেখাতে চেয়েছি যে সম্পদ পায়ের নোংরা ছাড়া কিছুই নয়। ওদের ওখানেই থাকা উচিত।’
তবে তার এই আড়ম্বর চোখ এড়ায়নি নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘এক একটি জুতার টাকাতেই অনেকের চিকিৎসার খরচ মিটে যাবে।’ কেউ আবার লিখেছেন, ‘বরের পোশাক যদি এই রকম হয় তবে কনের পোশাক কেমন হবে আমি দেখতে চাই।’ ইন্টারনেট।

ads

 

সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন,
প্রকাশক : শামসুল হুদা, এফসিএ
১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

Copyright 2015. All rights reserved.