Naya Diganta

হুয়াওয়ের নতুন ফ্যাবলেট

কম্পিউটারের সুবিধাযুক্ত ফ্যাবলেট ডিভাইস বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। ওয়াই ম্যাক্স ফ্যাবলেট নামের নতুন ডিভাইসটিতে ৭ দশমিক ১২ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের। দেশের বাজারে প্রথমবারের মতো ফ্যাবলেট ডিভাইস আনছে তারা। ওয়াই ম্যাক্স ফ্যাবলেটে ডলবি অ্যাটম সাউন্ড সুবিধাসহ চার জিবি র্যাম ও ১২৮ জিবি রম থাকবে। এ ফ্যাবলেটে গেম খেলা, ভিডিও দেখার মতো কাজে সুবিধা পাওয়া যাবে। এতে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফ্যাবলেটে ছবি তোলার সুবিধার জন্য পেছনে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এ ডিভাইসের দাম এখনো ঘোষণা করেনি হুয়াওয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ।