Naya Diganta

নারকেলের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ ফকির (৫০)। তিনি পেশায় একজন দিনমজুর। সোমবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল সাতটার সময় উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত মোজাহার ফকিরের ছেলে সাজ্জাদ ফকির একই গ্রামের ওদুদ ফকিরের নারকেল গাছে উঠে পাতা কাটলে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে পড়ে। এসময় সে বিদ্যৃৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু বলেন, সাজ্জাদ ফকিরের মত একজন ভাল ও সদালাপি মানুষের মৃত্যুতে আমরা শোকাহত।