Naya Diganta

মাওলানা গোলাম সোবহান সিদ্দিকীর ইন্তেকাল

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, সাংবাদিক ও অনুবাদক হাফেজ মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী মঙ্গলবার ভোর ৫ টায় রাজধানীর মিরপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বিশ্বশান্তি ও ইসলাম, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ফী যিলালিল কোরআন, তাফসীরে ওসমানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ ও সম্পাদনা করেন। এছাড়া দৈনিক আজাদী ও মিল্লাত পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলা একাডেমির সদস্য ছিলেন।

জোহর নামাজের পর জানাজা শেষে মিরপুর কালশী মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালীর, কোম্পানীগঞ্জ, বসুরহাটের চর কাকড়া। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।