Naya Diganta

শেষ হলো নোয়াশাল

মীর সাব্বির, একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক। এরইমধ্যে সরকারি অনুদানের সিনেমা নির্মাণের জন্যও তিনি অনুদান পেয়েছেন। তার সমসাময়িক কালে তিনিই একমাত্র দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। আজ থেকে প্রায় সাত বছর আগে মীর সাব্বিরের পরিচালনায় নির্মিত ‘নোয়াশাল’ ধারাবাহিকের প্রচার শুরু হয়েছিল আরটিভিতে। অবশেষে শেষ হলোএই সময়ের সবচেয়ে জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি। কিন্তু কেন ৮৭১তম পর্বেই শেষ হচ্ছে নাটকটি এর কারণ জানাতে গিয়ে মীর সাব্বির বলেন, ‘ শুরুতে আমার নোয়াশাল নাটকটি নিয়ে পরিকল্পনা ছিল ৫২ বা ১০৪ পর্বের। কিন্তু এই নোয়াশালই ৮৭১ পর্বে এসে শেষ হবে এটা অনেকটা স্বপ্নের মতোই মনে হয় আমার কাছে। সত্যি বলতে কী নোয়াশালের কোনো শেষ নেই। নোয়াশাল বাংলাদেশের দর্শকের মনের মণিকোঠায় থাকবে যুগের পর যুগ। ৭১ সংখ্যাটির সাথে আমাদের যুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় সম্পৃক্ত। আমরা নোয়াশাল পরিবারও সেই সময়ে বাংলা ভাষার বিকৃতির বিরুদ্ধে আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ শুরু করে এই বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলাম। আঞ্চলিক ভাষায় জয়যাত্রা হয়েছে নোয়াশালের মাধ্যমে। বর্তমানে নাটকে ভাষা ব্যবহারের অস্থির সময় যাচ্ছে। এই অস্থির সময়ে নতুনভাবে আমি শুদ্ধ বাংলা ভাষার প্রসারে আবারো নতুন নাটক নিয়ে আসছি। আমি আরটিভি পরিবারসহ নোয়াশাল পরিবারের সব শিল্পী, কলাকুশলী, টেকনিসিয়ানসহ ইউনিটের সবার কাছে, আমার পরিবারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আব্বা নোয়াশালের প্রচারের সময়টাতে বেঁচে ছিলেন। কিন্তু প্রচারের শেষ সময়টাতে আব্বা নেই। আমার বিশ^াস আমার আব্বার দোয়া আছে আমার ওপর।’ মীর সাব্বির জানান, নোয়াশাল নাটকের প্রাণ এ টি এম শামসুজ্জামানের অসুস্থতাকে ঘিরেই দুই পরিবারের মিলনের মধ্যদিয়ে শেষ হবে নাটকটি।