Naya Diganta

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর ৫০টি ছাগলের মৃত্যু

আশুলিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর ৫০টি ছাগলের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের চালকসহ দুই জন আহত হয়েছেন।

শনিবার রাত ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বেলতলা গণস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, যশোর থেকে ২৫০টি ছাগলবাহী একটি ট্রাক গাবতলীর হাটে যাচ্ছিল। আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫০টি ছাগল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হাইওয়ে পুলিশ ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে। ওই সড়কে যানচলাচলও স্বাভাবিক রয়েছে।