Naya Diganta

ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়ার অভি‌যো‌গে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের বি‌ভিন্ন বিভাগের ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কা‌র করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি‌সি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের (ডি‌বি) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় ব‌লে জনসং‌যোগ দফত‌র থে‌কে পাঠানো বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়। বহিষ্কৃত এসব শিক্ষার্থী ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কৃত ৬৯ জন শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে এবং ৭ দিনের মধ্যে তা‌দের‌কে এর জবাব দিতে বলা হবে।

প্রসঙ্গত, এর আগে একই ধরণের ঘটনায় ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব মিলে এ পর্যন্ত মোট ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হল। বেশ ক‌য়েকজন‌কে শা‌স্তির ব্যবস্থা করা হয়। ত‌বে অভিযুক্ত‌দের বড় অংশ এখ‌নো প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছেন। রাজ‌নৈ‌তিক ছত্রছায়ায় এখ‌নো ক্যাম্পা‌সে বুক ফু‌লি‌য়ে হাঁট‌ছে চি‌হ্নিত জা‌লিয়াত‌দের বড় একটা অংশ।