Naya Diganta

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদুল আযহাকে সামনে রেখে জামায়াতের ত্রাণ বিতরণ করছেন সাবেক এমপি মাওলানা শামসুল ইসলামসহ নেতৃবৃন্দ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদুল আযহাকে সামনে রেখে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাতকানিয়ায় এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণের আমীর জাফর সাদেক, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, শ্রমিক নেতা মুহাম্মদ রফিক, নেজাম উদ্দিন, নুরুল আলম ও ছাত্রশিবির নেতা গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।