Naya Diganta

তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫৭

তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত এবং আরো ৬৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বন্দরনগরী দারুস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে মোরোগোরো অঞ্চলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে অনেকটা জায়গাজুড়ে আগুন জ্বলতে এবং দগ্ধ লাশ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায়। তখন অনেক লোক বিভিন্ন জার ভর্তি করে সেটির তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় বহু মানুষের ভিড় থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। বাণিজ্য নগরী দারুস সালাম থেকে কার্গো ও তেলের ট্যাঙ্কার পরিবহনের অন্যতম পথ মোরোগোরো শহরের ভেতর দিয়ে গেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সেখানে অবস্থা খুবই খারাপ। অনেক মানুষ মারা গেছে। ব্যস্ত সড়ক হওয়ায় তেল চুরি করছিল না এমন অনেক মানুষও মারা গেছে।’ আফ্রিকার দেশগুলোতে তেল চুরি করতে গিয়ে এ ধরনের বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টাররা জানিয়েছেন, আফ্রিকার বিভিন্ন স্থানে প্রায়ই এমন ঘটনা ঘটে। সেখানে লোকজন ট্যাঙ্কার এবং পাইপলাইন থেকে ঝুঁকি নিয়ে জ্বালানি সরিয়ে নেয়ার চেষ্টা করতে গিয়ে বেশির ভাগ সময়ই দুর্ঘটনাকবলিত হয়। এর আগে গত মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনু রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়।