Naya Diganta

ময়মনসিংহে বন্যার্তদের চিকিৎসাসেবা দিয়েছে ড্যাব

ময়মনসিংহের গৌরীপুরে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বিএনপিপন্থি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের মাদরাসায় মাঠে মেডিক্যাল ক্যাম্প করে ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিমের নেতৃত্বে চিকিৎসাসেবা দেন সংগঠনের দফতর সম্পাদক ডা: ফখরুজ্জামান, যুগ্ম সম্পাদক ডা: বদরউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা: খালেকুজ্জামান দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ড্যাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ডা: সায়েম মনোয়ারসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আল ফাত্তাহ, যুবদল নেতা ইদ্রীস আলী, মনসুরুল আমীন হেলাল, ছাত্রনেতা মুঈদ আহম্মেদ মিতু উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক বন্যার্তদের চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হয়। ক্যাম্প উদ্বোধনকালে ড্যাব নেতা ডা: আবদুস সেলিম বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।