Naya Diganta

দুটি সেদ্ধ ডিমের দাম ২০০০ টাকা!

দুটি সেদ্ধ ডিমের দাম ২০০০ টাকা!

সবই যেন মহা মূল্যবান। দু’টি কলার জন্য ভারতীয় অভিনেতা রাহুল বোসকে ৪৪২ রুপির বিল ধরিয়েছিল চণ্ডীগড়ের এক পাঁচতারা হোটেল। এবার তাকেও ছাপিয়ে গেল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেল। দু’টি সেদ্ধ ডিমের জন্য তারা বিল দিলো ১৭০০ রুপি (বাংলাদেশী মুদ্রায় ২,০১৯ টাকা)। এমনকী দু’টি অমলেটেরও একই দাম ধার্য করেছে তারা। কার্তিক ধর নামে এক লেখকের সঙ্গে এই ঘটনাই ঘটেছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ওই বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন লেখক। তাতে রাহুল বোসকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ভাই আন্দোলন করব?’ রোববার সন্ধ্যা পর্যন্ত এই পোস্টে ২,১৭৭টি লাইক পড়েছে। ৯৯৩ জন নেটিজেন তা রি–টুইট করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এই ডিমের সঙ্গে সোনাও বের হয়েছে কি?’ আর এক নেটিজেনের মন্তব্য, ‘মুরগিটা বোধহয় খুব ধনী পরিবারের।’‌

তবে এই নিয়ে রোববার রাত পর্যন্ত কোনো বিবৃতি জারি করেননি ওই হোটেল কর্তৃপক্ষ। কিন্তু বিলাসবহুল হোটেলের খাবারের অস্বাভাবিক দামের জন্য বিতর্ক অব্যাহত। গত ২২ জুলাই চণ্ডীগড়ে একটি পাঁচতারা হোটেলে দু’টি কলার জন্য রাহুল বোসের কাছে জিএসটি-সহ ৪৪২ রুপির বিল এসেছিল। সে সময় দু’টি কলা-সহ ওই বিলের ছবি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল। শেষমেশ ওই হোটেলকে ২৫ হাজার রুপি জরিমানা করে চণ্ডীগড়ের আবগারি এবং আয়কর দপ্তর।‌