Naya Diganta
প্রকাশনা

পঞ্চম শ্রেণীর প্রয়োজনীয় বইÑ সংসদ প্রাথমিক শিক্ষা সমাপনী সর্বশেষ প্রস্তুতি

প্রকাশনা

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য ঘঅচঊ কর্তৃক প্রবর্তিত চূড়ান্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী যোগ্যতাভিত্তিক প্রশ্নপদ্ধতি অনুসরণে ও নান্দনিক প্রচ্ছদে রচিত সংসদ প্রাথমিক শিক্ষা সমাপনী সর্বশেষ প্রস্তুতি নামক বইটি পুথিনিলয় থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে। বইটিতে ২০১৯ সালের পিইসি পরীক্ষার জন্য সব বিষয়ের চূড়ান্ত সাজেশন্স রয়েছে। বইটিতে বাংলা বিষয়ে পাঠ্যবই অন্তর্ভুক্ত ও বহির্ভূত সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ছাড়াও পিইসি পরীক্ষার জন্য সম্ভাব্য ক্রিয়াপদের চলিত রূপ লিখন, প্রশ্ন তৈরিকরণ, যুক্তবর্ণ, বিরামচিহ্ন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, কবিতাংশ পড়ে প্রশ্নের উত্তর লিখন, ফরম পূরণ, চিঠি/দরখাস্ত, রচনা লিখন রয়েছে। বইটিতে ইংরেজি বিষয়ে সিন ও আন সিন কম্প্রিহেনশনের ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর, সম্ভাব্য ডঐ ছঁবংঃরড়হং, ঝযড়ৎঃ ছঁবংঃরড়হং, ঋরষষ রহ ঃযব এধঢ়ং, জব-ধৎৎধহমরহম ডড়ৎফং, ঋড়ৎস ঋরষষ ঁঢ় রয়েছে। বইটিতে পিইসি পরীক্ষার জন্য গণিত বিষয়ে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং ২ নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত প্রশ্নের সম্ভাব্য প্রশ্নাবলি দেয়া আছে। এ ছাড়া বইটিতে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম বিষয়ের ১ নম্বর প্রশ্নের জন্য সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নাবলি, ২ নম্বর প্রশ্নের জন্য সম্ভাব্য শূন্যস্থান পূরণ, ৩ নম্বর প্রশ্নের জন্য সম্ভাব্য বাম/ডান মিলকরণ, ৪ নম্বর প্রশ্নের জন্য সম্ভাব্য কাঠামোবদ্ধ প্রশ্নাবলি রয়েছে। শিক্ষার্থীরা বইটি গুরুত্ব সহকারে পড়লে পিইসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে। বইটি নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : পুথিনিলয়, ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা। ফোন : ০২-৪৭১১৫১২১, ০১৯৮৭৭০৩৩০০