Naya Diganta

সরকারের দেউলিয়াত্ব ফুটে উঠছে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না এবং যে রাজনীতি মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়, সেই রাজনীতি কোনো মানুষ করতে পারে না। তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশ ক্রমেই ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। তিনি বলেন, সরকার ক্রমেই দেউলিয়া হয়ে যাচ্ছে।
গতকাল বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে চলমান দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে আলোচনাকালে প্রিন্সিপাল মাদানী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহপ্রচার সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ। বিজ্ঞপ্তি।